
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, দেশটি আমাদের সবার। এ দেশটি গড়তে হলে আমাদের সকলকে নিয়েই গড়তে হবে। আমরা বিশ্বাস করি ২০২৬ সালে বাংলাদেশের মানুষের উদার গণতান্ত্রিক যে রাষ্ট্রের স্বপ্ন তা অচিরেই পূরণ হবে। নতুন একটি নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে।
বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি
তিনি বলেন, আজকের এই মহান দিনে জেলা প্রশাসক এই উদ্যোগ নিয়েছেন। এর ফলে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে। আমি আমার দল ও নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ বিগত সময়ে অনেক বঞ্চিত হয়েছে। নারায়ণগঞ্জে যানজটও অনেক বড় সমস্যা। ডিসি সাহেব যে উদ্যোগ নিয়েছেন তা যানজট নিরসনেও কাজে লাগবে বলে আশা করছি।
৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের পরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। এর ফলেই ২০২৪ সালে এত মানুষকে জীবন দিতে হয়েছে। আমি আশা করি আগামীর বাংলাদেশের এসকল শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হবে।