শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গত পনেরো বছর নারায়ণগঞ্জ বৈষম্যের শিকার হয়েছে : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ মার্চ ২০২৫

গত পনেরো বছর নারায়ণগঞ্জ বৈষম্যের শিকার হয়েছে : সাখাওয়াত

ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর অনুষ্ঠান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত পনেরো বছর নারায়ণগঞ্জ বৈষম্যের শিকার হয়েছে। সেই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ লাভ করবো এটাই আশা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের ডিসি জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে নতুন রেল চালু করা হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ ব্যাপক ভাবে উপকৃত হবে বলে আমি আশা করি।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্প বানিজ্যের শহর। এখানে প্রতিটি শহর থেকেই মানুষ কাজ করতে আসে। তারা স্বল্প সময়ে যাতায়াত করতে পারলে এখানে আরো শিল্প গড়ে উঠবে এবং অর্থনীতিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।