
ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর অনুষ্ঠান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ট্যাক্স দেয় নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে পরিকল্পিত কোন উন্নয়ন হয়নি। জিয়াউর রহমান দেশের দায়িত্ব নেয়ার পর হাসপাতাল, স্টেডিয়াম ও কলেজ করেছিলেন। আজ দীর্ঘদিন নারায়ণগঞ্জে পরিকল্পিত উন্নয়ন নেই।
বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে জনগণের নির্বিঘ্নে ঢাকায় চলাচলের জন্য ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জের ব্যাবসায়িক ক্ষেত্রে সুবিধা হবে। আমরা নারায়ণগঞ্জকে পরিকল্পিত ভাবে উন্নয়নের মাধ্যমে সাজানোর দাবী জানাচ্ছি। চাষাঢ়া ও ২ নং রেলগেটে ফুটওভার ব্রিজ দেয়া হোক। ফুটওভার ব্রিজ দিয়ে মানুষ চলাচল করলে যানজটও কম হবে এবং দুর্ঘটনাও কমে যাবে।