মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে পথচারী ও দুস্থদের জন্য মাসব্যাপী খেলাফত মজলিসের মুক্ত ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে পথচারী ও দুস্থদের জন্য মাসব্যাপী খেলাফত মজলিসের মুক্ত ইফতার

মুক্ত ইফতার আয়োজন

পথচারী ও দুস্থদের জন্য রমজান মাসব্যাপী মুক্ত ইফতার আয়োজন চালাচ্ছে খেলাফত মজলিস। দলটির সহযোগী সংগঠন ইসলামী যুব মজলিস ও ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী শাখার যৌথ উদ্যোগে এবং মুসলিম ইয়ুথ নারায়ণগঞ্জ-এর ব্যবস্থাপনায় জামতলা কেন্দ্রীয় ঈদগাহে এই আয়োজনটি রমজানের প্রথম দিন থেকেই চলমান রয়েছে। প্রতিদিন ইফতারে শতাধিক রিকশাচালক, পথচারী, পথশিশু ও মহিলা অংশগ্রহণ করে থাকে। 

আজ ২৮ মার্চ শুক্রবার উক্ত আয়োজন পরিদর্শন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি আনাস আহমদ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি ফারুক আহমদ, মুসলিম ইয়ুথ নারায়ণগঞ্জের সালেহীন, নাজিম, আবু সাঈদ সুমন, আবু হুরাইরা, প্রমুখ। 

এসময় সিরাজুল মামুন বলেন- খেলাফত মজলিস একটি আদর্শিক দল। আমরা সবসময় আমাদের সামর্থ্য নিয়ে মানবতার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখানে তরুণরা যে আয়োজন মাসব্যাপী করে যাচ্ছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আদর্শ ও শান্তিময় দেশ গঠনে আমাদের এমন কিছু তারুণ্য প্রয়োজন, যারা নিঃস্বার্থভাবে জাতির জন্য কাজ করবে। ক্লান্তিহীনভাবে যারা মানবতার পাশে কাজ চালিয়ে যাবে। আল্লাহ তাআ'লা এই তরুণদের সবাইকে যেন কবুল করেন।

তিনি বলেন- এই আয়োজনে যেই তরুণরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, যারা অর্থ, শ্রম, পরামর্শ ও উৎসাহ দিয়ে এই অদম্য তারুণ্যের পাশে আছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের যাদের সুযোগ হয় এইকাজে আপনারাও শরিক হবেন। নিজ নিজ এলাকায় মানুষের সেবায় এগিয়ে আসবেন। মুসলিম ইয়ুথ নারায়ণগঞ্জ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমাদের এই মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।