
উপহার সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আগামীতে যেন আমরা সকলে যাকাত দিতে পারি আল্লাহ যেন আমাদের সেভাবে রিযিকের ব্যাবস্থা করে দেয়। আমার পরিবার অনেক বছর ধরে আপনাদের পাশে আছে। আমার দাদা গোলবক্স ভূঁইয়া, আমার বাবা মজিবুর রহমান ভূঁইয়া ও আমার চাচারাও আছেন। তারা সবাই আপনাদের সাথে ছিল। আমিও যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। আমি আপনাদের ছেলে হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
শনিবার (২৯ মার্চ) রূপগঞ্জের ভূলতা ইউনিয়নে ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি। তিনি বলেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঈদ হলে তবেই বিএনপি নেতাকর্মীদের ঈদ হবে। আমরা চেষ্টা করছি প্রতিটি ঘরে যেন আমরা ঈদ সামগ্রী পৌঁছে দিতে পারি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ব্যাবসায়ে বরকত দেয় আমরা যেন আরও বেশি বেশি উপহার দিতে পারি।
তিনি বলেন, আমি একা দিপু শুধু একজন ব্যাক্তি। কিন্তু আপনারা যখন পাশে থাকেন তখন একটা শক্তি হয়। এই শক্তি দিয়ে শুধু ভূলতা না, সারা রূপগঞ্জ আমরা জয় করবো। আপনাদের সাথে নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি, গাজীকে সরিয়েছি। আপনারা পাশে থাকলে আমরা সব করার সক্ষমতা রাখি।
তিনি আরো বলেন, আজ আপনারা আমাদের কাছ থেকে এই উপহার নিচ্ছেন এজন্য আমি ধন্য। আপনারা না নিলে আমার এই মহৎ কাজটি করা হত না। এজন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার উপহার গ্রহণ করেছেন।