
ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের দেওভোগ পানির ট্যাংকি সংলগ্ন স্কুল মাঠে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেন, প্রায় সময় আমরা দেখতে পাই, আমাদের নেতা জাকির খানের নাম ভাঙিয়ে অনেকে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি কেউ তার নাম ভাঙিয়ে কোন রকম অপকর্ম করার চেষ্টা করে আমরা তাকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবো। প্রয়োজনে আমরা জীবন বাজি রেখে হলেও জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো। যাতে করে জাকির খান আগামীকে আমাদেরকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলায় কারবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে থাকা সকল মামলা নিস্পত্তি হলেও অদৃশ্য ইশারায় আজও তিনি কারাবন্দি। আশা করি, অচিরেই তিনি কারামুক্তি হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন । তিনি আমাদের মাঝে ফিরে এসে আপনাদের সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করে তুলবেন।
পাঁচ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী হিসেবেপোলাও চাল, খিচুড়ির চাল, সেমাই, চিনি, দুধ, লবন, মুগ ডাল দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জানে আলম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল, পারভেজ আলম, মোশারফ, মিঠু আহমেদ সহ প্রমুখ।