মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এনসিপি নেতা শওকতের ঈদ উপহার বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ২৯ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে এনসিপি নেতা শওকতের ঈদ উপহার বিতরণ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় সিটি করপোরেশনের ১৭ নাম্বার ওয়ার্ডের দেড়শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এদিন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, টুটুল, টুয়েল, ফয়সাল প্রমুখ।

উপহার বিতরণকালে শওকত আলী বলেন, আমরা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। এনসিপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।