বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের ঈদ যেখানে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ৩০ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের ঈদ যেখানে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে টাকা এক যুগেরও বেশী সময় পরে মামলা হামলা ও গ্রেপ্তার আতঙ্কমুক্ত পরিবেশে নিজ নিজ এলাকায় প্রকাশ্যে ঈদ উদযাপন করতে পারছেন বিএনপির নেতাকর্মীরা। 
 
ঈদকে কেন্দ্র করে তাই সকলের পরিবার ও নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অন্যরকম আমেজ ও উৎসবমুখর পরিবেশ। নারায়ণগঞ্জ থেকে দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের পদধারী নেতারা এবার নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। 
 
কেন্দ্রীয় নেতা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ঈদ করবেন রূপগঞ্জে নিজ এলাকায়। সেখানে পাড়াগাঁও ঈদগাহ ময়দানে সকালে ঈদের নামাজ আদায় শেষে দিনব্যাপী নেতাকর্মী ও রূপগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
 
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলায় ঈদ উদযাপন করবেন। সেখানে পাঁচরুখীতে ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন আজাদ।
 
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ঈদ উদযাপন করবেন সোনারগাঁয়ের মেঘনা এলাকায় নিজ বাড়িতে। সেখানে ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মান্নান। 
 
দলের নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন আড়াইহাজার উপজেলায় ঈদ উদযাপন করবেন। সেখানে ঈদের নামাজ আদায় ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 
 
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জে ঈদ উদযাপন করবেন। সেখানে ঈদের নামাজ আদায় শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 
 
জেলা বিএনপির
জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জ উপজেলায় ঈদ উদযাপন করবেন। নিজ এলাকায় ঈদের নামাজ আদায় শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
 
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব শহরের মিশনপাড়া এলাকায় ঈদ উদযাপন করবেন। সকালে নিজ বাড়ি পাঠানটুলী এলাকায় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাজীব। এরপর দিনব্যাপী নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।
 
মহানগর বিএনপি
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শহরের উকিলপাড়া এলাকায় ঈদ উদযাপন করবেন। সকালে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
 
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শহরের আমলাপাড়া এলাকায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজ আদায় করবেন কেন্দ্রীয় ঈদগাহে। সেখানে ঈদের নামাজ আদায় শেষে শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন টিপু।