
ঈদ সামগ্রী উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ হইতে ও সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আজারুল ইসলাম মান্নান এর নির্দেশনায় সোনারগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেলের সার্বিক সহযোগিতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে গরিব অসহায় দুস্থদের মাঝে পাঁচ শতাধিক পরিবারের ঘরে ঘরে ঈদ সামগ্রী উপহার পৌঁছিয়ে দেন।
এ সময় ঈদ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সবুর সজীব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাজিব জেলা ছাত্রদলের সাবেক সদস্য হানিফ সরকার সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা মহসিন সরকার, শাহীন সরকার, মনির সরকার, হানিফ, মোশারফ, তারেক সরকার, ফাহিম, জোবায়ের সিফাত,জুনায়েদ সহ যুবদলের নেতৃবৃন্দ।