
উপহার সামগ্রী নিয়ে রিয়া গোপের বাড়ি যান মহানগর নেতারাবিএনপির
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছরের শিশু রিয়া গোপের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছেন মহানগর বিএনপির নেতারা।
রোববার (৩০ মার্চ) উপহার সামগ্রী নিয়ে রিয়া গোপের বাড়ি যান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এসময় মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়া গোপের মা বিউটি ঘোষ। তিনি বলেন, আপনারা শুধু আমার শিশু মেয়েটার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আপনার পাশে আছি। আমরা আপনাকে সর্বাত্মক সহযোগীতা করবো। আপনার এ কান্না হয়ত আমরা কখনও মুছতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের যে কান্না এ অভাব কেউ দূর করতে পারবে না।