
জামায়াতের ঈদ সামগ্রী উপহার
কুরআনের আইন বাস্তবায়ন ছাড়া সমাজে চাদাঁবাজি দখলদারিত্ব জুলুম অন্যায় অবিচার বৈষম্যদূর করা সম্ভব না ৩০ মার্চ রবিবার সকালে বন্দর থানার ২৭ নং ওয়ার্ড লালখার বাগ এলাকায় বন্দর উত্তর জামায়াতের উদ্যােগে সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি আরো বলেন স্বৈরাচারীরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়, পাড়া মহল্লায় ঘাপটি মেরে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে আপনারা আপানাদের অর্পিত দায়িত্ব পালন করুন।
বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, এড. তাওফিকুল ইসলাম দিপু প্রমূখ।
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানা সেক্রেটারি মহিউদ্দিন মিয়ার সঞ্চালনায় শতাধিক পরিবারদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন ২৭ নং ওর্য়াড সভাপতি জহিরুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।