বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কারাবন্দিদের ঈদ নামাজ আদায়, বিশেষ খাবার ও বাড়ির খাবারে ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ৩১ মার্চ ২০২৫

কারাবন্দিদের ঈদ নামাজ আদায়, বিশেষ খাবার ও বাড়ির খাবারে ঈদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের কারাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এছাড়াও বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) সকাল আটটায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, এবার জেলা কারাগারে আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাসহ মোট ১১০৪ জন বন্দি রয়েছেন। বন্দিদের জন্য ঈদকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। 

ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সকালে মুড়ি, পায়েস, সেমাই, দুপুরে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, পান সুপারি, কোমল পানীয়, রাতে আলুর দম, ভাত ও মাছ দেয়া হবে। ঈদের দিন ও ঈদের পরের দিন বাড়ি থেকে রান্না করা খাবার খেতে পারবেন বন্দিরা। তবে দুদিনে একজন বন্দি একবারই বাড়ি থেকে আনা খাবার পাবেন। খাবারটি পরীক্ষা করে বন্দিদের দেয়া হবে। ঈদের দিন পরিবারের সদস্যদের সাথে বন্দিরা বিনামূল্যে ৫ মিনিট কথা বলতে পারবেন। 

কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, ঈদকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে। ঈদের দিন ঈদ জামাতের ব্যবস্থা, বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদের পরের দিন খেলাধুলার আয়োজন আছে।