বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কবুতর নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৪, ৩১ মার্চ ২০২৫

কবুতর নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে গুলি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবুতর নিয়ে কথা কাটাকাটির জেরে মো. পাভেল নামে (৩৭) নামে এক যুবক সোমবার সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। 

আহতের বড় ভাই মাসুম বলেন, আমার ভাই পাভেল এবং পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর সঙ্গে গতরাতে একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে কবুতর বাবু আমার ছোট ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, আজ সকালের দিকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।