বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ মীর মুগ্ধের বাসায় রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৯, ১ এপ্রিল ২০২৫

শহীদ মীর মুগ্ধের বাসায় রিজভী

মুগ্ধের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩১ মার্চ) দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে মুগ্ধের বাসায় যান রিজভী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুগ্ধের পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। রুহুল কবির রিজভীকে বাসায় পেয়ে আবেগ্লাপুত হয়ে পড়েন মীর মুগ্ধের পিতা।

তিনি বলেন, আমার ছেলের জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।

এ সময় মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।