বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভূঁইয়ার বাড়িতে রূপগঞ্জবাসীর মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৫, ১ এপ্রিল ২০২৫

ভূঁইয়ার বাড়িতে রূপগঞ্জবাসীর মিলনমেলা

ভূঁইয়া বাড়িতে বিএনপি নেতাকর্মী ও রূপগঞ্জের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে বিএনপি নেতাকর্মী ও রূপগঞ্জের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আগমনে ঈদের দ্বিতীয় দিনে দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মুখরিত ছিল ভূঁইয়া বাড়ি।

মঙ্গলবার (১ এপ্রিল) রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে এই আয়োজন করা হয়।

এসময় অতিথিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দিনভর মানুষের আনাগোনায় মুখরিত ছিল ভূঁইয়া বাড়ি। 

এসময় রূপগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিলনমেলায় পরিনত হয়। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি রূপগঞ্জের স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এসময় আলাপ আলোচনা হয়। রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ব্যাক্তিরা নিজ নিজ এলাকার জনগণের বিভিন্ন চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন তারা।