বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত নেতাদের ঈদ শুভেচ্ছা পোস্টারে নির্বাচনী আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৮, ১ এপ্রিল ২০২৫

জামায়াত নেতাদের ঈদ শুভেচ্ছা পোস্টারে নির্বাচনী আমেজ

ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছে জামায়াত

নারায়ণগঞ্জ শহরজুড়ে নগরবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা। দীর্ঘদিন রাজনীতির মাঠে অনুপস্থিত থাকা জামায়াতের পোস্টার ব্যানারে শহরে নির্বাচনী আমেজ দেখা গেছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় শহর ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সম্ভাব্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বারের পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। 

শহরের বাইরে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায়ও একই দৃশ্য দেখা গেছে। পোস্টারিং ছাড়াও সোনারঁগা, আড়াইহাজার ও রূপগঞ্জে উঠান বৈঠক ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

এর আগে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নিজেদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। 

আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী নির্বাচনে মূল প্রতিদ্বন্দীতা হতে পারে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীদের মাঝে। তাই এখন থেকে মাঠ গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।