বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহরে রেস্টুরেন্টগুলোতে উপচেপড়া ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৯, ১ এপ্রিল ২০২৫

শহরে রেস্টুরেন্টগুলোতে উপচেপড়া ভীড়

রেস্টুরেন্টে অতিথিদের ভিড়

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে শহরের রেস্টুরেন্টগুলোতে অতিথিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটিতে রেস্টুরেন্টের ঘুরতে ও খাবার খেতে এসেছেন এসকল মানুষেরা।

মঙ্গলবার (১ এপ্রিল) শহরের রেস্টুরেন্টগুলোতে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় রেস্টুরেন্টে গুলোতে অনেকেই পরিবারের সদস্যদের সাথে ঈদ উপলক্ষে খেতে এসেছেন। অনেকে আবার বন্ধুদের সাথে এখানে ঘুরতে ও খেতে এসেছেন। রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়ার পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন তারা।

বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা ইবনে হাসান জানান, ঈদ উপলক্ষে অনেকদিন পর সব বন্ধুরা একত্রিত হয়েছি। এখানে সামান্য খাওয়া দাওয়ার জন্যেই আসা।

রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের নিয়ে খেতে আসা শরীফ আহমেদ জানান, অন্য সময় ব্যাস্ততার কারণে স্ত্রী, সন্তানকে সময় দেয়া হয় না। তাই সকলকে নিয়ে বাইরে ডিনার করবো বলে এসেছি।

এদিকে ঈদকে কেন্দ্র করে অতিথিদের জন্য শহরের রেস্টুরেন্ট গুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে। ক্রেতাদের আকর্ষিত করতে রেস্টুরেন্ট গুলোতে সাজসজ্জা করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন বিশেষ খাবারের আইটেম ও মূল্য ছাড়ের মতো অফারও রেখেছেন রেস্টুরেন্ট মালিকেরা।

শহরের অন্যতম রুফটপ রেস্টুরেন্ট লা ভিস্তায় মানুষের ভিড়ে তিল ধারণের ঠায় ছিলনা। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিয়েও খাবার মান ধরে রেখেছে রেস্টুরেন্টটি।

শহরের লা ভিস্তা রেস্টুরেন্টের মালিক বিপ্লব জানান, ঈদ মানে উৎসব ও আনন্দ। ঈদের দিনে আমাদের এখানে অনেক অতিথি আসেন। তাদের জন্য আমরা প্রতি বছরই ঈদে বিশেষ আয়োজন করি। এবারো আলোকসজ্জা হয়েছে। বাড়তি চাপ থাকে ঈদে তবে খাবারের মান ও যেন সবাই একটু ভালো সময় কাটাতে পারে সেজন্য পরিবেশের দিকে আমরা বাড়তি নজর দিয়ে থাকি।