
ফাইল ছবি
বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘দেশের মানুষ গণতান্ত্রিক সরকার চায়। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সময় ক্ষেপন না করে অনতিবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন। জণগণের মনের ভাষা বুঝে নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের নৈতিক দায়িত্ব।’
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রাধানগর বাজার মাঠে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব, বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য লুৎফর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মো. উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম প্রমুখ।
আবু কালাম ভূঁইয়া, আবু মুসা সিরাজী, ফকির জহির রহমান, হায়াতুজ্জামান ও আনোয়ার হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান সমন্বয়ক ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক।