
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটিতেও ব্যাস্ত সময় পার করছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই মাঠ গোছাতে শুরু করেছেন এসকল রাজনৈতিক দলের নেতারা। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নানা সামাজিক কর্মসূচির আয়োজন করেছে জামায়াত ও বিএনপি।
নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের সাথে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করছেন নেতারা। নিজ নিজ এলাকার জনগণের নানা আশা আকাঙ্খার কথাও শুনছেন তারা।
নারায়ণগঞ্জ জেলাজুড়ে বিএনপির ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভাগুলোতে গুরুত্বপূর্ণ পাচ্ছে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি। ঈদের সময় সামাজিক অমুষ্ঠানের মাধ্যমে ৩১ দফার বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে দিনরাত কাজ করছে বিএনপি।
অন্যদিকে ঈদে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনগণের আস্থা অর্জনে নানামুখী কার্যক্রম নিয়েছে জামায়াতে ইসলামী। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের কাছে গ্রহনযোগ্যতা বৃদ্ধি ও দলের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে জামায়াত। জেলাজুড়ে নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনের প্রার্থীরা পোস্টার লাগিয়েছেন। এছাড়াও সামাজিক নানা অনুষ্ঠানের আয়োজন করছে দলটি।