বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিবকে হত্যার পরিকল্পনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৪, ২ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিবকে হত্যার পরিকল্পনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার পরিকল্পনা চলছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবী করেন টিপু।

এক স্ট্যাটাসে টিপু জানান, যারা গত কয়েকদিন যাবৎ আমাকে হত্যার পরিকল্পনা করছেন তারা সাবধান হন। তা না হলে আমি প্রমানসহ নাম প্রকাশে বাধ্য হবো। তারপর কি হবে তা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপার।

এর আগে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জোর বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় টিপুর ওপর হামলা চালানো হয়। এসময় পিটিয়ে ও কুপিয়ে টিপুকে গুরুতর আহত করা হয়। হত্যার উদ্দেশ্যেই সেই হামলা চালানো হয়েছিল বলে দাবী করেছিলেন টিপু।