বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছুটিতে শহর ও মহাসড়কে নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩২, ২ এপ্রিল ২০২৫

ছুটিতে শহর ও মহাসড়কে নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন। এছাড়াও ঈদ যাত্রা করা মানুষের নিরাপত্তা নিশ্চিত করত মহাসড়কেও তৎপর রয়েছে গোয়েন্দা বিভাগ।

নারায়ণগঞ্জে ঈদের ছুটিতে প্রায় পনেরো লক্ষ মানুষ গ্রামে গেছেন। এর ফলে শহরের সড়ক অনেকটা ফাঁকা। অনেকেই বাসা বাড়ি খালি রেখে ঈদ উদযাপন করতে বাড়ি গেছেন। এমন পরিস্থিতিতে চুরি ও ডাকাতির মত অপরাধ বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

এসকল অপরাধ মোকাবিলায় নারায়ণগঞ্জে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসকল বাহিনীর গোয়েন্দা বিভাগ অপরাধ প্রবনতা কমাতে নজরদারি বৃদ্ধি করেছে। নিয়মিত শহরে পুলিশ ও র‍্যাবের টহল চলছে।

এদিকে ঈদের সময় শহরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ছিনতাই ও ডাকাতিট মত অপরাধ কমাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এছাড়াও বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে অপরাধ প্রবনতা কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেতায়েন করেছে জেলা প্রশাসন। এর বাইরেও নিরাপত্তা নিশ্চিতে সাদা পোষাকে পুলিশ তৎপর রয়েছে।