
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমেজ টের পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই বর্তমান সময়ের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তাদের মন জয় করার চেষ্টা করছেন।
রমজান মাস জুড়েই নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন বিএনপি নেতারা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা পুরো রমজান জনগণের কাছে ঘুরে ঘুরে দোয়া চেয়েছেন নিজেদের প্রতিশ্রুতির কথা বলেছেন।
ঈদ উল ফিতরের সময়ও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন বিএনপি নেতারা। ঈদের পুরোটা সময় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় সফর করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।
বিএনপির প্রচারণায় প্রাধান্য পাচ্ছে রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা। উঠান বৈঠক থেকে জনসভা, কিংবা দলীয় প্রধানের ঈদ উপহার বিতরণ। প্রতিটি কর্মসূচিতেই ৩১ দফাকে জনগণের সামনে তুলে ধরছেন বিএনপি নেতারা। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনগণের চাওয়া পাওয়া কথা শুনছেন বিএনপি নেতারা। পাশাপাশি নির্বাচিত হতে পারলে জনগণের জন্য কী কী করবেন তা জনগণের কাছে তুলে ধরছেন তারা।
জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশীরাও রমজান মাসজুড়ে সক্রিয় ছিলেন। ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও দলকে সুসংগঠিত করতে রমজান মাসজুড়ে নিজ নিজ এলাকায় কাজ করেছেন জামায়াত নেতারা।
ঈদের সময় শহরজুড়ে পোস্টার লাগিয়ে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। পেস্টারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন জামায়াত নেতারা।
রমজান মাস ও ঈদের সময়জুড়ে নানান কর্মসূচিতে জনগণের চাওয়া পাওয়ার কথা জেনে নিচ্ছেন জামায়াত নেতারা৷ পাশাপাশি নির্বাচিত হতে পারলে নিজ নিজ নির্বাচনী এলাকাকে কীভাবে সাজাবেন তা জনগণের কাছে তুলে ধরছেন জামায়াতের প্রার্থীরা।