বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের ছুটি শেষে ফেরার পালা, মহাসড়কে নির্বিঘ্নে যাত্রার প্রত্যাশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৬, ২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩৯, ২ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে ফেরার পালা, মহাসড়কে নির্বিঘ্নে যাত্রার প্রত্যাশা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উদযাপনের পর এবার কর্মস্থলে ফেরার পালা। আগামী কয়েকদিনের মধ্যেই ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরতে শুরু করছে মানুষ। ঈদ যাত্রার মত ফিরতি পথেও মহাসড়কে যাত্রা স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। 

রমজানের শুরু থেকেই ঈদ যাত্রা নির্বিঘ্নে নিশ্চিত করতে উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসন। মহাসড়কের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে প্রশাসন।

এছাড়াও মহাসড়কে পুলিশ, র‍্যাব ও হাইওয়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঈদ উদযাপন শেষে শহরমুখী মানুষের চাপ সামলাতে কাজ করছে প্রশাসন। ঈদ যাত্রার মত এবারও কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে হবে বলে জানান সংশ্লিষ্টরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সক্রিয় আছে। জনগণ যেন স্বস্তিতে ফিরতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি।