
ফাইল ছবি
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের একটিতেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জিততে পারবে না বলে চ্যালেঞ্জ করেছেন জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রুহুল।
এসময় তিনি বলেন, নির্বাচন যদি আরও একশো বছর পরেও হয় তার পরেও জামায়াতে ইসলামী ও এনসিপি নারায়ণগঞ্জে একটি সিটও জিততে পারবে না।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। ডিসেম্বরেই নির্বাচন দেয়া সম্ভব এবং দিতে হবে।