
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম বলেছেন, আমি শাহ আলম নির্বাচন করলে নমিনেশন নেয়ার ক্ষমতা কারও নেই। নির্বাচন আমি করবো, আমাদের নির্বাচন আমরাই করবো। আমি সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করবো না।
বুধবার (২ এপ্রিল) ঈদ উল ফিতর উপলক্ষে নিজ অনুসারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি আমার কাছে কোন ফ্যাক্ট না। নারায়ণগঞ্জে তৈমূর আলম খন্দকারকে আমি জেলার সভাপতি বানিয়েছি। কাজী মনির হাসেবকে জেলার সভাপতি আমি বানিয়েছি। মামুন মাহমুদকে জেলার সেক্রেটারি আমি বানিয়েছি। এগুলো আমার কাছে সাবজেক্ট না। আমি এগুলো হতে চাই না।
তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের পর অনেকে আমাকে ডেকেছে। আমি বলেছি সময় আসুক। কারণ আমি চাইনি আমার পেছনে সন্ত্রাসীরা দাঁড়িয়ে ছবি তুলবে, এতদিন গডফাদার ছিল শামীম ওসমান এখন শাহ্ আলম। আমি এই বদনামের ভাগিদার হতে আসিনি।