শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৩, ৩ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

ফাইল ছবি

অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের  এলাকার আফজাল হোসেনের ছেলে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। ৫ আগষ্টের পর বেশ কিছুদিন গা ডাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে সে। তার ভয়ে কেউ কথা বলতে পারতোনা।

বৃহস্পতিবার সকালে পুলিশ বাগবের এলাকায় তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরে দুপুরে বিস্ফোরণ আইনে মামলায় ৭ দিনে৷ রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।