
মুহাম্মদ গিয়াসউদ্দিন
কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা সংস্কারও চাই, আবার আমরা নির্বাচনও চাই। কারণ এই জনগণ ভোটের মালিক। এই ভোট দিয়েই নেতা নির্বাচন করার অধিকার জনগণেরই। এ অধিকার ধ্বংস করে গেছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আমরা এই অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করতে চাই। সেই জন্য আজকে আমরা আন্দোলন করছি। আগেও আন্দোলন করেছি। এখনো আন্দোলনে আছি। এই আন্দোলন কার আন্দোলন? এই আন্দোলন বিএনপি’র আন্দোলন নয়। এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন।
বৃহস্পতিবার ( ৩রা এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী বউবাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পরে মুহাম্মদ গিয়াসউদ্দিন ৩ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ড এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী ও নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টিএইচ তোফা প্রমূখ।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশটিকে লুটেপুটে খেয়ে অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। বলেনতো একটা দেশের প্রধানমন্ত্রী, তার মন্ত্রীরা, তার এমপিরা এবং গ্রামের পর্যায়ে নেতারা এমন কে আছেন যে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেনি। চোর আবার কিভাবে ভাবে দেশে এসে ক্ষমতার মসনদে বসবে।