রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৪, ৫ এপ্রিল ২০২৫

বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল: গিয়াসউদ্দিন

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপি দেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল এবং আন্দোলন সংগ্রাম করেছে। কাজেই এ দেশের মানুষের প্রত্যাশা বিএনপি’র কাছেই সবচেয়ে বেশি।

তিনি বলেন, এদেশের গণতন্ত্রের অধিকার হারা মানুষ তারা তিনটি নির্বাচনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি। নিজেদের পছন্দের মতো নেতা নির্বাচন করতে পারেনি। তারা যেন ভোটের অধিকারটা ফিরে পায়। তারা যেন ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে দেশ শাসন করার সুযোগ দিতে পারে। এ প্রত্যাশা আমরা করি। এখন দেশে অন্তর্বতীকালিন সরকার আছেন, আমরা কি তাদের কাছে এটাই চাই না? নিশ্চিই এটাই আমরা চাই।

অন্তর্বতীকালীন সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অবিলম্বে আপনারা নির্বাচন দিন। জনগণের যে অধিকার সেই ভোটের অধিকার প্রয়োগ যেন তারা করতে পারে। শুক্রবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিজমিজি বাতানপাড়া এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পরে মুহাম্মদ গিয়াসউদ্দিন ৬ নম্বর ওয়ার্ড এলাকার গোদনাইলে নেতাকর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী ও ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সালাহউদ্দিনসহ নেতাকর্মীরা।

মুহাম্মদ গিয়াসউদ্দিন আরও বলেন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজকের এ অবস্থানে এসেছি। স্বৈরাচারী সরকার, নির্যাতনকারী একটি সরকার জনগণের আন্দোলনের মুখে ভয়ে ভীত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এরপর বাংলাদেশের মানুষ নতুন কিছু স্বপ্ন দেখতে শুরু করেছে। গণতন্ত্র বিহীন, স্বৈরাচারীর দুঃশাসন, দেশের সম্পদ লুণ্ঠনকারী, অত্যাচারী-নির্যাতনকারী ও গণহত্যাকারী সরকারকে আমরা বিদায় করেছি। এখন আমরা কি চাই। এখনতো নিশ্চিই আমরা ভালো কিছু চাই।