রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই : জাহাঙ্গীর আলম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৭, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:১৮, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই : জাহাঙ্গীর আলম 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্ণেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্ণেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনারা আশেপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আমরা কিন্তু যেকোন উৎসবে হিন্দু, মুসলমানসহ সকলে মিলে কাজ করি। 

শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নানোৎসব পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আপনারা প্রশাসনকে ধন্যবাদ দিবেন। তারা খুব ভাল কাজ করেছে। অন্যান্য বারের চেয়ে এবার নদীর পানিও ভাল ছিল। আপনারা ধৈর্য্য ধরে স্নান করবেন। আমাদের সব ব্যাবস্থা আছে। পুলিশ, নৌ পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগীতার করার জন্য প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান করো কোন ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ। বাংলাদেশী হিসেবে আমরা পরিচিত। কোথাও ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।