
তোলারাম কলেজে সাবেক ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমরা দায়িত্বে থাকার সময় এ কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় পর্যন্ত গিয়ে কাজ করেছি। সংগঠন জোর করে করানো যায় না। ছাত্রদলে আরও গতিশীলতা আনতে হবে। মহানগর ছাত্রদলের নেতৃত্বে যারা আছে তাদের আরো কলেজমুখী রাজনীতি করা দরকার ছিল।
শনিবার (৫ আগষ্ট) নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে সাবেক ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ছাত্রদল এমন একটি সংগঠন। চ্যালেঞ্জ ছাড়া ছাত্রদলের রাজনীতিতে কোন সফলতা আসেনি। রাজনীতিতে সফল হতে হলে অনেক পরিশ্রমের ব্যাপার। অতীতে তোলারাম কলেজে ছাত্রদলের কাজ করার সুযোগ ছিলনা। তবে পাঁচ আগষ্টের পর থেকে এখানে ছাত্রদল কতটুকু কাজ করেছে তা দেখতে হবে।
তিনি বলেন, এ কলেজের প্রতিটি ছাত্রের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের মেলামেশা করতে হবে। বিগত বছরে এখানে কেউ ছাত্রদলের রাজনীতি করবে সেরকম বাস্তবতা ছিল না। দীর্ঘদিন তোলারাম কলেজ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। অথচ একসময় তোলারাম কলেজে ছাত্রদল ছাড়া কোন সংগঠন ছিল না। এটা আমাদের পরিশ্রমের ফলে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মেলামেশা, তাদের জন্য কথা বলার ফলে সফল হয়েছিল।
তিনি বলেন, মিটিং মিছিলই রাজনৈতিক দলের কাজ না। আরো অনেক কাজ আছে। ছাত্রদলের কলেজ কমিটি গুলোতে যারা আছেন তাদের এগুলোর সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়ে এগিয়ে যেতে হবে। এখন জাতীয়তাবাদী দলের প্রতিটি কমিটি মনিটরিং করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম।
তোলারাম কলেজ নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বিদ্যাপিঠ। সুতরাং এখানে যারা রাজনীতি করবে তাদের বিশেষত্ব ধারণ করতে হবে। এখানে আপনার প্রতিপক্ষ রয়েছে যারা শক্তিশালী। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেই আপনাদের এগিয়ে যেতে হবে। আমরা পরিশ্রম করেছি, ছবি তোলার প্রবনতা আমাদের ছিল না। এখন অনেকে মোবাইলের মাধ্যমে প্রকৃত শক্তির চেয়ে বেশি করে দেখানো হয়। এর ফলে দল দুর্বল হয়।