রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিশু বৃদ্ধ সবাই তার বন্ধু!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৪, ৫ এপ্রিল ২০২৫

শিশু বৃদ্ধ সবাই তার বন্ধু!

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের সাথে ঈদ উল ফিতর উদযাপন করছেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তরুণদের সংগঠিত করার পাশাপাশি এলাকার মুরুব্বিদের কাছ থেকে নানান উপদেশ নিচ্ছেন দিপু। বাদ যায়নি শিশুরাও, বাচ্চাদের সাথেও ঈদের আনন্দে মেতে উঠেছেন দিপু ভূঁইয়া। 

দীর্ঘ সতেরো বছর পর নির্বিঘ্নে নিজ এলাকায় ঈদ পালন করছে বিএনপি নেতাকর্মীরা। একারণে অন্যান্য বছরের চেয়ে এবার আয়োজনও বেশি। ঈদের দিন থেকে শুরু করে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে আসছে দিপু ভূঁইয়ার কাছে। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।

এছাড়াও রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও দিপু ভূঁইয়ার সাথে ঈদ উদযাপন করেছে। প্রতিদিনই এসকল নেতাকর্মীদের আপ্যায়ন ও তাদের সাথে আড্ডায় মেতে উঠছেন দিপু ভূঁইয়া। 

ঈদের ছুটিতে শিশুদের সাথেও সময় কাটাতে দেখা গেছে দিপু ভূঁইয়াকে। তাদের সাথে নিয়ে গল্প করে ও খেলাধুলার মাধ্যমে ঈদ উদযাপন করছেন তিনি।