রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৫ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এর আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমেদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাক মওলানা গিয়াসউদ্দিনের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হুসাইন কাসেমী। যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুর হক্ব আজিজ ও যুগ্ন মহাসচিব মাও. আব্দুল মালিক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

এতে ইউনিয়ন প্রতিনিধিদের  মধ্যে বক্তব্য রাখেন  মাওলানা আনিসুর রহমান,  মাওলানা মুস্তফা,  মাওলানা সাদিকুর রহমান,মাওলানা জিয়াউদ্দিন,ফজলুল হক হামিদী, মুফতী মনজুরুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হুমায়ুন আহমেদ, মাওলানা ফারুক আহমেদ ও উপজেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।