সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিশ্বব্যাপী হরতালের প্রতি পূর্ণ সমর্থন ইসলামী আন্দোলনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৭, ৬ এপ্রিল ২০২৫

বিশ্বব্যাপী হরতালের প্রতি পূর্ণ সমর্থন ইসলামী আন্দোলনের

ফাইল ছবি

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের।

আগামীকাল গাজাবাসীদের আহুত হরতালে দল মত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইজরায়েলী দখলদার বাহিনী যেভাবে একটি দেশের নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। একটি দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে তারা কুণ্ঠিত হয় নাই। এমনকি ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করছে। এসব দেখলে কোন বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না। থাকা সম্ভব নয়। তাই আমরা মুসলমান হিসেবে এর তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে।

আগামীকাল সোমবার বাদ জোহর ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে গাজাবাসী আহুত বিশ্বব্যাপী হরতাল সমর্থনে মিছিল বের হবে, ইনশাআল্লাহ সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।