
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি ইসরায়েলের এই নৃশংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৮ এপ্রিল (মঙ্গলবার) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “ইসরায়েল গাজা উপত্যকাকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। শিশু, নারী ও বৃদ্ধদেরও হত্যায় তারা পিছপা হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় এ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এখনও নীরব দর্শক হয়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক।”
নেতৃদ্বয় জানান, ইসরায়েলের বর্বরতা ভাষায় প্রকাশের মতো না। এই অব্যাহত গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
৮ এপ্রিল, মঙ্গলবার সকাল ১০:৩০টায়- দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি।
দুপুর ১২টায়- প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের কেন্দ্রস্থলে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ।
এছাড়াও ছাত্রদলের নেতারা “The World Stops for Gaza” আন্তর্জাতিক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে জানিয়েছেন, ফিলিস্তিনি শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণপ্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।
তারা দেশের ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষকে আগামী ৮ এপ্রিলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।