
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে যে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেজন্য আমি বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমাদের কাছে তথ্য রয়েছে যে ফ্যাসিস্টদের দোসরদের বাহিনীরা জনসম্পৃক্ত অনুষ্ঠানগুলোকে নস্যাৎ করার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ অনেক এলাকায় এসকল দুষ্কৃতকারীরা সংগঠিত হচ্ছে। এদিকে নজর দিলে ভাল হয়।
সোমবার (৭ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, শোভাযাত্রায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে। শিক্ষার্থীদের দীর্ঘ পনেরো বছর আমাদের সংস্কৃতি ভুল ভাবে বোঝানো হয়েছে। আমাদের লোকজ সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা কম বলে আমার মনে হয়েছে। এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরো বলেন, এ অনুষ্ঠান নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের। আমরা এমন একটি অনুষ্ঠান দেখতে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে। আমরা চাই বৈষম্যহীন পরিবেশে সকলে যেন মনে করে এ শহরটা আমার। কেউ যেন মনে না করে যে তারা বঞ্চিত হচ্ছে।