
সড়কে নামাজ আদায়
নারায়ণগঞ্জে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভ চলেছে শহরে। এসময় সড়কের ওপরেই নামাজ আদায় করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই দৃশ্য দেখা গেছে।
সকাল থেকেই নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন সকল শ্রেনী পেশার মানুষ। নারায়ণগঞ্জের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা সকাল থেকেই চাষাঢ়া এলাকায় অবস্থান করছিলেন। দুপুরে জোহরের নামাজের ওয়াক্ত হলে সড়কেই নামাজ আদায় করেন তারা।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের শহীদ ও নির্যাতিতদের জন্য বিশেষ দোয়া করা হয়।