মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৪, ৭ এপ্রিল ২০২৫

বন্দরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে রনি (৩০) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। ঘটনায় নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে সোমবার (৭ এপ্রিল) ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বন্দরের মাধবপাশা গ্রামের হবি মিয়ার ছেলে মাসুদ  প্রকাশ ডেনি মাসুদ, তার ভাই সুমন, মাহবুব, তার ছেলে রাসেল, একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আবদুর সাত্তার খন্দকার , মৃত মোহাম্মদ আলীর ছেলে বশির এলাহী ও নেতা সেলিমের নাম উল্লেখ করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার মাধবপাশা এলাকা থেকে পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার খন্দকার ও  সন্দেহভাজন হিসেবে ডেনি মাসুদের ভাই মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় ছলিমউদ্দিন ওরফে ছৈল্লা মিয়ার ছেলে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়।

মামলার বাদি সিমু আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামীরা তার স্বামী রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এলাকাবাসী জানান, রনি একজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ । তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।