
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডিআইটি মাঠ ও ভূইগড় এলাকায় আগামী ১২ এপ্রিল শনিবার সমাবেশের ঘোষণা দিয়েছে থানা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা।
সোমবার (৭ এপ্রিল) ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া দুটি পৃথক বিজ্ঞপ্তিতে একথা জানান।
শনিবার বিকেলে ফতুল্লা থানার ডিআইটি মাঠে একাংশের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
একই দিন বিকেলে ফতুল্লা থানার ভুইগড় এলাকার কড়ইতলা মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপির অন্য অংশটি। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সুলতান মাহমুদ মোল্লা।