
বিএনপি নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের সন্তানরা আজ মাথা উঁচু করে পরিচয় দিতে পারে না। এমন জঘন্য মানুষ ছিল নারায়ণগঞ্জে। তার অস্ত্রধারী বিশাল বাহিনী ছিল। সে কোটি কোটি টাকা, দেশের মানুষের সম্পদ লুট করেছে। ২০০১ সালে আপনারা আমাকে যখন নির্বাচিত করেছিলেন, এই সিংহ পুরুষ কাপুরুষের মত পালিয়ে গিয়েছিল।
সোমবার (৭ এপ্রিল) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিমি বলেন, ২০২৪ সালের পাঁচ আগষ্টের পরেও সে তার পরিবার পরিজন নিয়ে পালিয়েছে। এই কাপুরুষ হুমকি দিত বিএনপি নেতাকর্মীদের মাটির নিচ থেকে ধরে এনে হত্যা করবে। আমাদের বাড়ির ইট খুলে নেবে। আমরা গত ষোল বছর পরিবারের সাথে থাকতে পারিনি। আমার স্ত্রীর জানাজায়ও আমি উপস্থিত হতে পারিনি। এমন একটা পশু সে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার পতনের পর এবছর মানুষ রমজানে স্বস্তির সাথে সিয়াম সাধনা করতে পেরেছে। মানুষ শান্তিতে ঈদ উল ফিতর উদযাপন করতে পেরেছে। আমরাও আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারছি।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই আয়নাঘরে নিক্ষেপ করেছে। তার আশীর্বাদপুষ্ট এক গডফাদার, যিনি সারা বিশ্বে শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত। তিনি নারায়ণগঞ্জবাসীর ওপর কী নির্যাতন করেছে আপনারা জানেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা গত তিনটি ভুয়া নির্বাচন করেছে। সর্বশেষ আমি, ডামির নির্বাচন করেছে। সে নির্বাচনে এরা নিজেরা নিজেদের এমপি ঘোষণা দিয়েছিল। গত তিনটি নির্বাচনে কোন নির্বাচিত লোক পার্লামেন্ট মেম্বার ছিল না।
শেখ হাসিনা পালানের সময় শুধু শেখ পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে। যারা তার জন্য কাজ করল তাদের কথা ভাবেনি। একই ভাবে নারায়ণগঞ্জের গডফাদারও নিজের পরিবারকে নিয়ে পালিয়েছে। তার ল্যাসপেন্সারদের কথা সে ভাবেনি। এত বছর আমাদের পরিবারের সাথে ঈদ করতে দেননি। আজ বুঝুন আল্লাহর মার কী। আপনাদের অপরাধের কারণে আপনাদের পরিবার ধ্বংস হয়েছে। আর আপনাদের নেতা বিদেশে আয়েশ করছেন। এখনও অনেকে ভাবছেন শেখ হাসিনা আসবে আর আপনারা খুনের লুটের রাজত্ব কায়েম করবেন। সেটা ভুলে যান। এদেশে আর কখনও চোর, খুনী, মানবতাবিরোধী অপরাধীরা আসতে পারবে না।
ওরা শুধু নিজের স্বার্থ বোঝে। বোঝে শুধু দেশকে কীভাবে ধ্বংস করতে হবে৷ অনেকে বলেছে আপনারা শেখ হাসিনার বিদায় ঘটাতে পারবেন না। আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহই ওদের বিচার করবে। আপনারা দেখুন আল্লাহ বিচার করেছে কী না।
বিএনপি হিংসাপরায়ণ না। যারা অন্যায় অত্যাচার করেছে তাদের আইনের কাছে সোপর্দ করা হোক। যারা নিরপরাধ তাদের কোন ক্ষতি হবে না। কারণ আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করে না। এদের যদি সুষ্ঠু বিচার হয় তাহলে ভবিষ্যতে আর কেউ এসকল অন্যায় করতে সাহস পাবে না।