বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫১, ৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিলে মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তোলারাম কলেজ থেকে শুরু হয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এসময় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের সমস্ত পন্য বর্জনের আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীরা।