
বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময়
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা ডিএনডির জলাবদ্ধতা নিরসনে কাজ করছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের মহিলাদের উন্নয়নে আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি। আমরা ক্ষমতায় থাকলেও কাজ করি, না থাকলেও কাজ করি। আপনারা দেখেছেন গডফাদার বছরে একবার আসত ভোট চাইতে। আর কোনদিন তাকে কেউ দেখেনি। শুধু তার ছেলে আর ভাতিজার বিরাট পোস্টার দেখা যেত শিল্প এলাকায় যাতে করে ভালমত চাঁদাবাজি করা যায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, সামনে কোরবানির ঈদ আসছে। আপনারা দেখেছেন ঈদের সময় তারা কীভাবে হাটের ইজারার নামে তার ছেলে, ভাতিজা বৌয়ের কাছে টাকা দিত। এভাবে ছেলেকে নষ্ট করে কেউ আমি তা দেখিনি। টাকার লোভে সন্তানকে সন্ত্রাসী, অস্ত্রবাজ বানিয়েছে।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার সময় যারা তাদের সহযোগিতা করেছে তাদের কথা সে ভাবেনি। শুধু পরিবার নিয়ে পালিয়েছে। এখন পলাতক অবস্থায় আছে। এবছর এসকল নেতাকর্মীরা ঈদে পরিবারের সাথে দেখা করতে পারেনি আর এই গডফাদার আগেই টাকা নিয়ে পালিয়েছে। সেখানে এখন আয়েশে আছে।
অনেকে দুঃস্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার আসবে ক্ষমতা কায়েম করবে। এই গডফাদাররা আবার আসবে। কোনদিনও না, এই চোরেরা কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। আমরা লজ্জায় মুখ দেখাতাম না মানুষ চোর বললে। এরা কীভাবে মুখ দেখায়। অনেকে বলে শেখ হাসিনা দেশে আসবে। তুমি একটা চোর, তোমার গুষ্টি চোর। এই চোরদের মানুষ বাংলার মাটিতে আর ঠাঁই দিবে না।