শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৩, ৯ এপ্রিল ২০২৫

দুদকে অভিযোগ জমা দিলেন হাসনাত ও সারজিস

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।  

বুধবার (০৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল এজন্য বলা যাচ্ছে না।  

দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি এগুলো ফলোআপ করবো, ফিডব্যাক জানবো এরপর বলতে পারবো।  

এসময় সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে এবং অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মত কার্যক্রম করুক।