
জেলা বিএনপির পরিচিতি সভা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের দল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। দলকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন এবং দলীয় কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করার জন্য বিভিন্ন পরামর্শ দেন নেতাদের।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক দিপু ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ভূইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, ইউসুব আলী ভূইয়া, জুয়েল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মুহাম্মাদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সেলিম হক রুমি, মোস্তাকুর আহমেদ, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, শামসুল হক খান, তাশিকুল ইসলাম তাশকিন, শাজাহান মেম্বার প্রমুখ।