
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এ দেশের আলেমদের উপরেও নির্যাতন করেছে হাসিনা। তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করেছে। আমি আমার স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তবুও আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি।
বুধবার (৯ এপ্রিল) কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, গত ষোল বছর আমরা এমন একটা অনুষ্ঠান করতে পারিনি। এদেশে যে স্বৈরশাসন কায়েম করেছিল, তাদের লুটতরাজের বিরুদ্ধে আমরা যারা প্রতিবাদ সংগ্রাম করেছি তাদের বিরুদ্ধে যে নিষ্ঠুরতা তারা করেছে সেটা আপনারা জানেন। আমাদের হাজারও নেতাকর্মী খুন করেছে। আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে। আমাদের জেলে নিয়ে নির্যাতন করেছে।
তিনি বলেন, আমরা আন্দোলন করেছি দেশের মানুষের জন্য। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমরা যুদ্ধ করেছি।