রোববার, ০৪ মে ২০২৫

|

বৈশাখ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমান পাঁচ আগষ্টের বহু আগে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছে : গিয়াসউদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫১, ৯ এপ্রিল ২০২৫

তারেক রহমান পাঁচ আগষ্টের বহু আগে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছে : গিয়াসউদ্দিন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশকে সচল করতে ও পুনর্গঠনের জন্য তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এটাকে বলে সংস্কার। এই সংস্কার প্রস্তাব তিনি পাঁচ আগষ্টের অনেক আগেই দিয়ে গেছেন। পাঁচ তারিখের পরে এখন মানুষ রাষ্ট্র সংস্কারের কথা বলছে। কিন্তু আমাদের নেতা অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দেশে যেন সংস্কার ও গণতন্ত্র প্রলম্বিত হয় সেজন্য তারা আজ প্রচার করছে বিএনপি দ্রুত নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য। এটা ষড়যন্ত্রমূলক প্রচারণা৷ মানুষ প্রস্তুত তাদের পছন্দের নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে। এই দাবী শুধু বিএনপির নয়, এই দাবী আপামর জনসাধারণের। কিন্তু ষড়যন্ত্রকারীরা এটা নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে।

তিনি আরো বলেন, অনেকে অনুপ্রাণিত করে এ অন্তর্বর্তীকালীন সরকার যেন দীর্ঘদিন থাকে। বৈধতা চাইলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পার্লামেন্টে যাবে। আমাদের নির্বাচন আদায় করতে হবে। জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে।

সারা বিশ্বের মুসলাম ও বিবেকবান মানুষ আজ দুঃখিত, ব্যাথিত। ইজরায়েল গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে। আজ ঐক্য প্রয়োজন। সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হলে ইজরায়েলকে ধূলিসাৎ করার ক্ষমতা রাখে।

তিনি বলেন, ইজরায়েল থেকে শেখ হাসিনা এমন সব যন্ত্রপাতি এনেছিল যার মাধ্যমে আমরা যারা আন্দোলন করছিলাম তাদের যেন ফোন ট্যাক করে গ্রেপ্তার করতে পারে। ইজরায়েলের বন্ধু ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে ইজরায়েলিদের সম্পর্ক ছিল। আমাদের অর্থ সম্পদ তারা লুটে নিয়েছে। মুসলিমদের দুশমনদের তারা লালন করেছে। আমাদের দেশের আলেম ওলামাদের সে কীভাবে নির্যাতন করেছে আপনারা দেখেছেন। আমরা চাই যারা দেশকে আগামীতে নেতৃত্ব দিবে তারা যেন দেশকে এগিয়ে নিতে পারে।

মানুষ বিএনপিকে ভালবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মানুষ ভালবাসে। তারেক রহমান বিদেশে থেকে আমাদের দিকনির্দেশনা দিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।