শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৯৬ এর ছাত্রদলের যারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৩, ৯ এপ্রিল ২০২৫

৯৬ এর ছাত্রদলের যারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৯৬ সালের আহ্বায়ক কমিটির নেতারাই বর্তমানে জেলা ও মহানগর বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এসকল নেতাদের উপরেই এখন বিএনপির দায়িত্ব। 

সেসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ছিলেন হাবীব-উন-নবী খান সোহেল ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 

৯৬ সালে জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক ছিলেন আবু আল ইউসুফ খান টিপু। বর্তমানে মহানগর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন টিপু।

জেলা ছাত্রদলের সেই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন গোলাম ফারুক খোকন। খোকন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বেই প্রায় দেড় দশক পরে জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন খোকন। জেলা বিএনপির বর্তমান কমিটিতে সদস্য হিসেবে আছেন খোকন।

সেই কমিটিতে মাজহারুল ইসলাম জোসেফ। পরবর্তীতে মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। জোসেফ বর্তমানে মহানগর যুবদল নেতা হিসেবে দয়িত্ব পালন করছেন।

৯৬ সালের জেলা ছাত্রদলের কমিটিতে ছিলেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে মহানগর বিএনপি নেতা হিসেবে রাজনীতি করছেন খোরশেদ।

এছাড়াও বর্তমানে দায়িত্বশীলদের বড় অংশ ছাত্রদলের সোনালী অতীত থেকে উঠে আসা।