শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৯ এপ্রিল ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল 

ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদি ইসরায়েলী বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 

বুধবার (৯ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর  সভাপতি জনাব সোহেল প্রধান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি রহমতুল্লাহ লড়াকু, সহ-সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, দক্ষিণ এর সেক্রেটারি জনাব আব্দুল মজিদ, থানা দ্বীনি সংগঠন এর সদর মাওলানা মাসুম বিল্লাহ, থানা দক্ষিণ  শ্রমিক আন্দোলন সভাপতি সিরাজ মোল্লা, থানা যুব সম্মেলনের সাধারণত সম্পাদক আব্দুল মোমেন, থানা ছাত্র আন্দোলন সভাপতি আমীর হামজা সহ ওয়ার্ড নেতৃবৃন্দগণ।