
মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নিহত জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা হৃদয়, তৌহিদ, তামিম, শাকিলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জাহিদুল ইসলাম হত্যাকা-ের ৯ মাস অতিবাহিত হলেও মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মামলা তুলে নিতে আসামিরা মামলার বাদী ও নিহত জাহিদুলের মা পুষ্প আক্তারসহ পরিবারের সদস্যদের নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।