শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পটুয়াখালীর আ.লীগ নেতা নারায়ণগঞ্জে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ১০ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর আ.লীগ নেতা নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রতীকী ছবি

বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভূমিপল্লী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মো. নুরুজ্জামান ডিএমপি পুলিশ ও র‌্যাব-১১ টিমের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে দুমকি থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেম মৃধার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় হামলা ও ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কালাম আজাদ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১১ এর সহায়তায় সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।