
ফাইল ছবি
নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বার্তায় এই শুভেচ্ছা জানান গিয়াসউদ্দিন।
এসময় তিনি বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। আজ তোমরা শুধু একটি পরীক্ষা দেবে না, তোমরা গড়ে তুলবে স্বপ্ন, তৈরি করবে ভবিষ্যৎ। এই পরীক্ষা তোমাদের অধ্যবসায়, ধৈর্য ও মেধারই প্রতিফলন।
তিনি আরও বলেন, সফলতা-ব্যর্থতা জীবনের অংশ, কিন্তু চেষ্টার কোনো বিকল্প নেই। নিজের উপর আস্থা রাখো, তোমার প্রস্তুতি যথেষ্ট। সততা ও নিষ্ঠার সাথে লড়াই করো, অসাধু পন্থা ক্ষণিকের সমাধান, কিন্তু স্থায়ী ধ্বংস। পরীক্ষার চেয়ে বড় হলো জীবন, সুস্থ থাকো, ইতিবাচক চিন্তা করো। তোমাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের গর্ব। তোমাদের হাত ধরেই আমরা দেখতে চাই একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও উন্নত বাংলাদেশ।
তিনি বলেন, রাষ্ট্র, সরকার ও আমরা তোমাদের পাশে আছি। শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র নিরলস কাজ করছে। এবার তোমাদের পালা—আলো ছড়াতে। পরীক্ষা শেষে ফল যা-ই হোক, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মানুষ হওয়ার পরীক্ষা। সেখানে যেন তোমরা সর্বোচ্চ নম্বর পাও।